হাওজা নিউজ এজেন্সি ইরানা’র বরাতে, শফকত আলী খান আজ ইসলামাবাদে তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেকিয়ান পাকিস্তান সফরকালে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে গভীর আলোচনা করেছে।
তিনি আরও বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি, সীমান্ত বিষয়ক এবং জনসম্পর্কে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে যা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রমাণ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ইরান আমাদের প্রধান প্রতিবেশী এবং এই অঞ্চলের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ উৎস।
ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প বিষয়ে তিনি বলেন, দুই দেশের প্রযুক্তিগত দল নিয়মিত যোগাযোগে রয়েছে এবং কোনো নতুন অগ্রগতি হলে তা সময়মতো জানানো হবে।
গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ সম্পর্কে শফকত আলী খান বলেন, পাকিস্তানের অবস্থান স্পষ্ট ও নীতিগত; ইসলামাবাদ কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি।
প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান গত সপ্তাহে পাকিস্তান সফর করেন। সফরে ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য, পররাষ্ট্র, প্রতিরক্ষা, সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রীসহ সিস্তান-বেলুচিস্তানের গভর্নরও তার সঙ্গে ছিলেন।
গত এক বছরে এটি দুই দেশের শীর্ষ নেতাদের পঞ্চম আনুষ্ঠানিক সাক্ষাৎ ছিল। মাত্র দুই মাস আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের তেহরান সফরের পর এটি ঘটে। পেজেকিয়ান ও শাহবাজ শরিফের মধ্যে নিয়মিত টেলিফোন যোগাযোগ চলমান রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষিতে, যা দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার ইঙ্গিত দেয়।
আপনার কমেন্ট